লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে গিয়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে অবরুদ্ধ হয়েছেন রেলওয়ের একজন ম্যাজিস্ট্রেট।

রোববার (১ জুন) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূ-সম্পত্তি অফিসার ও ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল সকালে বড়খাতা এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথমে বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে হাত দিলে ব্যবসায়ী ও দোকানদাররা বাধা দেন। এক পর্যায়ে রেলওয়ে কর্মকর্তা আরিফ হোসেনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি শান্ত করতে বাসস্ট্যান্ড এলাকার দখলদারদের কাগজপত্র হালনাগাদ করার জন্য ১৫ দিনের সময় দেওয়ার ঘোষণা দিলে স্থানীয়রা শান্ত হন। এরপর অভিযানিক দলটি স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও অন্যান্য স্থাপনা উচ্ছেদের চেষ্টা করে। কিন্তু সেখানেও স্থানীয়দের তীব্র আপত্তির মুখে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে কোনো উচ্ছেদ না করেই সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় রেলওয়ের অভিযানিক দল।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূ-সম্পত্তি অফিসার ও ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন সাংবাদিকদের জানান, দখলদারদের কাগজপত্র হালনাগাদ করার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/এআইএস