গাইবান্ধায় নিখোঁজের দুই দিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর সুপারির ভিটা গ্রামের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহির উদ্দিন একই এলাকার মৃত সারাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় হাট ইজারাদারের আদায়কারক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত শুক্রবার (৩০ মে) রাতে তিনি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আজ বিকেলে বাড়ির পাশের একটি কৃষিজমির পানিতে ভাসমান অবস্থায় জহির উদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে নয়টার দিকে ওই বৃদ্ধের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রিপন আকন্দ/এআইএস