চাচার খুনিদের ফাঁসির দাবিতে রাস্তায় ছয় বছরের শিশু
মানববন্ধনে লাম ইয়ালিব
ছয় বছরের শিশু লাম ইয়ালিব। চাচা তোয়াবুর রহমানের কোলেই বেড়ে উঠেছে সে। প্রতিদিন সকাল হলেই হাসি খুশিতে মেতে উঠতো লাম ইয়ালিব। কিন্তু হঠাৎ চাচার মৃত্যুতে থমকে গেছে সব। চাচার খুনিদের বিচার দাবিতে এখন রাস্তায় নেমেছে লাম ইয়ালিব।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত তোয়াবুর রহমানের খুনিদের ফাঁসির দাবিতে বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তার মোড়ে মানববন্ধনে আয়োজন করা হয়। ‘আসামিদের বিচার চাই-খুনিদের ফাঁসি চাই’ লেখা একটি ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় লাম ইয়ালিব। নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজেন করে।
বিজ্ঞাপন
নিহতের স্ত্রী খায়রুমা বেগম, ছেলে সাব্বির হোসেন সান, ভাই ইউসুফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে বক্তব্য দেন।
বক্তারা বলেন, তোয়াবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল খুনিরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় তোয়াবুর রহমান (৫৮) নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী খায়রুমা বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- হরিহরপুর গ্রামের শহীদ হোসেনের স্ত্রী গলেনুর বেগম, মাহাবুব হোসেনের স্ত্রী আইরিন আক্তার, আলতাফুর রহমানের স্ত্রী ইয়াসমিন ও আবুল কালাম আজাদের স্ত্রী উম্মে হানি।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএআর