উত্তরবঙ্গের মহাসড়কে থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল দীর্ঘদিন ধরে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই যানগুলো বন্ধ করতে গেলেই দেখা দেয় বিপত্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার শিকার হন। 

হাইওয়ে পুলিশের (বগুড়া রিজিওন) পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ বুধবার (৪ জুন) দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। 

তিনি জানান, অতীতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ থ্রি হুইলার বন্ধে পদক্ষেপ নিলে চালকরা পুরো থানা জ্বালিয়ে দেন। শুধু হাটিকুমরুলই নয়, শেরপুরের একটি থানায়ও একই কায়দায় হামলা করা হয়। 

শহিদুল্লাহ জানান, এই যানবাহন বন্ধ করা এককভাবে কখনোই সম্ভব নয়। অন্য কেউ কিছু না করলেও হাইওয়ে থানা পুলিশ প্রতিদিনই অভিযান চালায়।

তিনি জানান, ছয় লেনের মহাসড়কে থ্রি-হুইলারের জন্য নির্ধারিত লেন থাকার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর নয়। অনেক সময় পুলিশ তাদের নির্দিষ্টভাবে চালানোর ব্যবস্থা করলেও, নিয়ম না মানায় প্রতিনিয়ত মামলা করতে হচ্ছে।

উত্তরবঙ্গের মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের দাপটের কারণে ভারী যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। 

চালকদের অভিযোগ, ছোট যানগুলো যে কোনো সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরএআর