যশোরের শার্শায় কথা-কাটাকাটির জেরে সবুজ হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় মো. রাজু (২২) নামে আরও এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামে দক্ষিণ বুরুজবাগানগামী মাটির রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ উপজেলার যাদবপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সবুজ, রাজু ও কালু রাত ১০টার দিকে ওই মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যান। সে সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাত দুজন দুর্বৃত্তের সঙ্গে তাদের দেখা হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে সবুজ ও রাজুকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তাদের সঙ্গে থাকা কালু সেখান থেকে দৌড়ে এসে স্থানীয় নেহা পেট্রোল পাম্পের লোকজনকে জানালে তারা এগিয়ে এসে সবুজ ও রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।

পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাজু সেখানে চিকিৎসাধীন আছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলেও জানান তিনি।

এসএসএইচ