বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বজ্রপাতে কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পূর্ব গুয়ারেখা গ্রামে ঘটনাটি ঘটে। মৃত কামাল শেখ (৫০) ওই ইউনিয়নের আব্দুল কাদের শেখের ছেলে ও জাহানারা বেগম (৪০) কামাল শেখের স্ত্রী।
সোমবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসাইন। নিহত কামাল কৃষি ও জাহানারা গৃহস্থলির কাজ করতেন। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
বিজ্ঞাপন
গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বলেন, দুপুরে রান্না ঘরের ছাউনি মেরামতের জন্য আবুল কালাম ঘরের উপরে ওঠে। এ সময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলেন।
তিনি আরও বলেন, ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের কলাখালী বাজারের পল্লিচিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি আবির মোহাম্মদ হোসাইন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ব্যাপারে নেছারাবাদ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল শেষে কারো কোনো আপত্তি না তাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আবীর হাসান/এমএসআর