কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার (৭ জুন) বিকেল ৩টায় উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেলের সঙ্গে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজবাহ উদ্দিন সাফির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সোমবার দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে ঘটনাস্থলেই মজিবুর রহমান (৬০) নামে একজন নিহত হন। নিহত মজিবুর রহমান (৬০) উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগরের বাসিন্দা। এ সময় ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর।

বর্তমান চেয়াম্যান নোবেল বলেন, তিনি এখন কিশোরগঞ্জ শহরে আছেন। সংঘর্ষের বিষয়ে কিছু জানেন না। রোববার ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার হালিমের সঙ্গে মিজবাহ উদ্দিন সাফির লোকজনের কথাকাটাকাটি হয়। তার ধারণা, এই ঘটনার জেরেই আবার সংঘর্ষ হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

এসকে রাসেল/এমএসআর/জেএস