মৃত গরুর পাশে বাকরুদ্ধ খামারি!
নোয়াখালীর সুবর্ণচরে কোরবানির পশুবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে এক খামারির দুইটি গরু মারা যায় এবং একটি গরু জবাই করে দেওয়া হয়। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার কেরামতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা খামারি ডিপটি ব্যাপারী নিজ খামারে লালন-পালন করা পাঁচটি গরু বিক্রির উদ্দেশ্যে সোনাপুর হাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরামতপুর এলাকায় চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারায়। এসময় গরুবোঝাই পিকআপ ভ্যানটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। অনেক চেষ্টা করেও দুই গরুকে বাঁচানো যায়নি। দুটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয় এবং একটি গরু জবাই করা হয়। গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন খামারি। এ ঘটনায় এলাকাজুড়ে দুঃখ ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত খামারি ডিপটি ব্যাপারী বলেন, আমার সারা বছর গরু লালন-পালন করে কোরবানির হাটে বিক্রি করেই সংসার চালাই। এবার এই ক্ষতি আমার পরিবারকে চরম সংকটে ফেলবে। আমার সব শেষ হয়ে গেল।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ডিপটি খামারির গরুর মৃত্যুর বিষয়টি শুনেছি। সে প্রান্তিক খামারি এবং কৃষক। ঈদের আগে এটা অনেক বড় ঘটনা। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমরা সবাই ব্যথিত।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমএএস