টাঙ্গাইলের মির্জাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সুপার শপের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলা বাজারের আলীম সুপার মার্কেটের আন্ডার গ্রাউন্ডে অবস্থিত ফ্যামিলি ফেয়ার সুপার সপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও দোকান মালিক সূত্রে জানা যায়, জুম্মার নামাজ শেষে বেলা পৌনে দুইটার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। দোকান খুলে দেখা যায় পুরো দোকানে ধোয়ায় অন্ধকার হয়ে গেছে। দোকান এবং আশপাশের মার্কেটের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এসময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একেক করে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। মির্জাপুর সেনা ক্যাম্পের সদস্যরা, পুলিশ ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করেন। তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল পাঁচটার দিকে আগুন সম্পূর্ণভাব নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এই সময়ের মধ্যে সুপার শপের সব মালামাল এবং ভেতরের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সুপার শপের মালিক আনোয়ার হোসেন জানিয়েছেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দোকাল মালিকের সাথে কথা বলে জানা গেছে।

এমএএস