ঈদের আগের রাতেও সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ
ঈদুল আযহার আগের রাতেও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে সিরাজগঞ্জ মহাসড়কে। বিশেষ করে যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার (৬ জুন) সন্ধ্যার পর থেকেই এই পথে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করে।
তবে হাটিকুমরুল গোলচত্বর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত মহাসড়কে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। সারিবদ্ধভাবে গাড়ি চলায় পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত ঘটেনি। স্বাভাবিক গতিতেই চলছে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে হাইওয়ে পুলিশ। যান চলাচল নির্বিঘ্ন রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়লেও, যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঈদের পুরো সময়জুড়েই মহাসড়কে থাকবে বিশেষ নজরদারি, যাতে যাত্রীরা নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন।
বিজ্ঞাপন
নাজমুল হাসান/এমএএস