ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে ঢাকার গার্মেন্টস থেকে বাড়ি ফিরছিলেন নয়ন মনি (২৮)। উদ্দেশ ছিল বাবার বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ পালন। কিন্তু ছেলেকে পানিতে পড়ে যেতে দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচালেও নিজে আর বাঁচলেন না তিনি।

শুক্রবার (৬ জুন) দুপুর ১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একতা বাজার সংলগ্ন মাহারাম নদীতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নয়ন মনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাতে ঢাকার একটি গার্মেন্টস থেকে ছুটিতে এসে নয়ন মনি তার ১০ বছর বয়সী ছেলে তায়েব হোসেনকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার একতা বাজার থেকে নৌকায় করে মাহারাম নদী পার হয়ে বাবার বাড়ির ঘাটে পৌঁছার সময় হঠাৎ ছেলেটি মায়ের কোল থেকে পানিতে পড়ে যায়।

মা নয়ন মনি ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। নদী থেকে ছেলেকে উদ্ধার করে নৌকায় তুলতে সক্ষম হলেও, নৌকায় ওঠার সময় হাত পিছলে নিজেই নদীতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়েজ আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই নয়ন মনির মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তামিম রায়হান/এমএএস