ঈদযাত্রায় উত্তরের পথ এখন স্বাভাবিক
ঈদযাত্রায় উত্তরের পথ এখন স্বাভাবিক। নেই কোনো ভোগান্তি। ঈদযাত্রার শেষ দিনেও চরম ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছিলেন উত্তরবঙ্গের মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দিনভর ৩৫ থেকে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। শত কষ্ট অপেক্ষা করেও বাসের ছাদে ও খোলা ট্রাক-পিকআপে করে নাড়ির টানে বাড়ি ফিরছিলেন মানুষ। এতে ভোগান্তিতে পড়েন শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।
অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার (৪ জুন) ভোর ৪টা থেকে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যানজট অব্যাহত থাকে।
বিজ্ঞাপন
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, করাতিপাড়া বাইপাস এলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। মহাসড়ক এখন স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন গন্তব্য যাচ্ছে। যানজট নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল বলেন, যানজট নিরসনে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করেছে। যানজট মুক্ত করে ঘরমুখো মানুষদের নিজ নিজ গন্তব্য পৌঁছাতে সক্ষম হয়েছে।
আরিফুল ইসলাম/এসএসএইচ