অল্প সময়ে ধনী হওয়ার স্বপ্ন ছিল নাজমুলের
রংপুরের পীরগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ নাজমুল হক (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক যুবক প্রাইভেট কার চালক।
সোমবার (৭ জুন) সকালে দিকে পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান।
আটক নাজমুল হক লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট এলাকার বাবু মিয়ার ছেলে। অল্প সময়ে ধনী (বড়লোক) হওয়ার স্বপ্নে মাদক পরিবহনকাজে জড়িয়ে পড়ে নাজমুল হক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করা হয়। এতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় তার কাছ থেকে। এ ঘটনায় প্রাইভেট কার চালক নাজমুল হককে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার করে পাবনায় মাদকের বড় একটি চালান যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পীরগঞ্জের রংপুর-ঢাকা মহাড়েকে অভিযান চালানো হয়। এ সময় প্রাইভেট কার তল্লাশি করে ৬৬টি গাঁজা উদ্ধারসহ চালক নাজমুলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর খপ্পরে পড়ে মাদক পরিবহনকাজে জড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন প্রাইভেট কার চালক নাজমুল হক। অল্প সময়ে ধনী হওয়ার স্বপ্নে মাদক কারবারিতে জড়িয়ে পড়েন তিনি। এ জন্য দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। বিকেলে প্রাইভেট কার চালক নাজমুল হককে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফরহাদুজ্জামান ফারুক/এনএ
বিজ্ঞাপন