চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) দুপুরে উপজেলার পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- মতলব উত্তর উপজেলার উদমদী গ্রামের সিএনজিচালক সিদ্দিকুর রহমান (৫০) ও যাত্রী মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামের তপন চৌধুরী (৩৮)। 

আহতরা হচ্ছেন- সঞ্জয় ঘোষ (৪৫), রিপা ঘোষ (৪০), শাহ আলম (৪৭) ও রুমা আক্তার (৪০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে সড়কের বরদিয়া বাজার এলাকায় চাঁদপুরগামী সিএনজিকে ঢাকাগামী বাস জৈনপুরী এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত যাত্রী তপন চৌধুরীকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে চিকিসৎক জানান মারা গেছে।  সিএনজিচালক সিদ্দিকুর রহমানকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চারজন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুরুতর আহত শাহ আলম নামে এক যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডা. আশরাফ চৌধুরী  বলেন, সিএনজিচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য সবার অবস্থা গুরুতর। শাহ আলম নামে একজনকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, মতলবে সিএনজিচালিত বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। জৈনপুর বাসের চালক পালিয়েছেন। সিএনজি ও বাসটি আটক করে  থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আনোয়ারুল হক/আরএআর