কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে রাজিব (৩৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রোববার (৮ জুন) সন্ধ্যায় সৈকতের লাবনী পয়েন্টে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজ পর্যটক চট্টগ্রাম দেওয়ান বাজার বড়া পুকুর পাড় এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম।
বিজ্ঞাপন
তিনি জানান, বিকেলে পাঁচ বন্ধু সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামে। এসময় জোয়ারের পানির কারণে সৃষ্ট ক্যানেলে গিয়ে গোসল করে। তখন ঢেউ ও স্রোতের টানে রাজিব তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
সৈকতে পর্যটকদের গোসলে নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, যেখানে সি সেইফ লাইফ গার্ড নেই এবং গোসলে নিষেধাজ্ঞা আছে ঐখানে তারা গোসলে নামেন। এতে স্রোতের টানে একজন ভেসে যায়। নিখোঁজকে উদ্ধার কার্যক্রম চলমান।
সাইদুল ফরহাদ/এমএ