শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের গহীন জঙ্গলে একটি মৃত বন্য হাতি শাবকের সন্ধান মিলেছে। তবে মা হাতিসহ প্রায় ২০-৩০টি বন্য হাতির দল শাবকটির মরদেহ ঘিরে রাখায় এখনও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (৮ জুন) নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ ও ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) ঘটনাস্থলে পৌঁছেও উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

বন বিভাগ সূত্রে জানা যায়, ঈদের আগের দিন শুক্রবার হাতির ডাকচিৎকার শোনেন স্থানীয়রা। তবে ঈদের দিন (শনিবার) কেউ জঙ্গলে প্রবেশ না করায় বিষয়টি অজানাই ছিল। রোববার দবন বিভাগের কর্মকর্তারা ও স্থানীয়রা যৌথভাবে খোঁজাখুঁজি করে সদ্য ভূমিষ্ঠ মৃত শাবকটির অবস্থান শনাক্ত করেন।

বন বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রসবজনিত কারণে হাতি শাবকটি মারা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী করণীয় তাদের নির্দেশনায় নির্ধারণ করা হবে।

নাইমুর রহমান তালুকদার/এমএ