শরীয়তপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে ও গোসাইরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ধীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের সেলিম ফরাজীর ছেলে আলিফ ফরাজী (৬) ও উপজেলার সামন্তসার ইউনিয়নের চরসামন্তসার গ্রামের মো. রাছেল সরদারের ছেলে আব্দুর সরদার (৫)।
বিজ্ঞাপন
জানা যায়, আলিফ ফরাজী বাড়ির উঠানে খেলছিল। তার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে আব্দুর সরদার তার বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে উপজেলার সামন্তসার ইউনিয়নের চরসামন্তসার গ্রামের বাড়িতে এসেছেন। সেখান থেকে মঙ্গলবার দুপুরে মো. রাছেল সরদার তার ভায়েরা বাড়ি গোসাইরহাট পৌরসভার ধীপুর গ্রামে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেড়াতে যান। এর আধাঘণ্টা পরে ছেলে আব্দুর সরদারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনে থাকা একটি পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি।
এএমকে