খুলনার রানা রিসোর্টের ওয়েবপুলে ডুবে শিশু নিহত
খুলনার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের ওয়েবপুলে ডুবে মো. হাবিবুর রহমান (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে বটিয়াঘাটার পানখালি এলাকায় অবস্থিত রিসোর্টটির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে রানা রিসোর্টের ওয়েবপুলে গোসলে নামে শিশু মো. হাবিবুর রহমান। শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, ঝালাকাঠি কাউখালী এলাকা থেকে পরিবারের সঙ্গে খুলনায় নানা বাড়ি বেড়াতে এসেছিল ওই শিশুটি। বুধবার দুপুরে তারা স্বপরিবারে পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সন্ধ্যায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ কোন অভিযোগ করা হয়নি।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএএস