ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় সাদিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-কাউলিবেড়া আঞ্চলিক সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলিবেড়া গ্রামের কৃষক জাহিদ আকনের মেয়ে। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সাদিয়া ছিল তৃতীয়।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মা-বাবার সঙ্গে বাড়ির সামনের সড়কে হাঁসের বাচ্চা কিনতে গিয়েছিল সাদিয়া। এ সময় কাউলিবেড়া বাজার থেকে মালিগ্রামগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সামনে দিয়ে পার হতে গেলে শিশুটি অটোরিকশার নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে সেই অটোরিকশায় করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৪টার দিকে সাদিয়া সেখানেই মারা যায়।

কাউলিবেড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাজেদুল হক বেপারী জানান, আজ রাতে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

জহির হোসেন/আরএআর