রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সেখানে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাশাপাশি ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি এবং কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
তিনি জানান, অনিবার্য কারণে দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি নজরদারিতে রয়েছে। শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ পরিচালক শেখ কামাল হোসেন। কমিটির সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাদেরকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঘটনার পর বুধবার দুপুরে শাহজাদপুর থানায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী।
ঘটনার সূত্রপাত ঘটে ৮ জুন, ঈদের ছুটিতে। প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, তাকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। প্রতিবাদে ১০ জুন বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও বিক্ষোভ করে এবং কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাজমুল হাসান/আরএআর