যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত দুইটি বাস কাউন্টার মালিককে জরিমানা করে। 

গতকাল উলিপুরের ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নিবা'হী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে বাসের ভাড়া আদায়ে কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহনের মালিককে নগদ ৫ হাজার ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের  মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন) নয়ন কুমার সাহা বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়। 

মমিনুল ইসলাম বাবু/এনএফ