ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনেরও মৃত্যু
ফরিদপুরের সালথায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মুদী দোকানি সুমন শেখের মেয়ে তানহা (৭) ও ছেলে আবু তালহা (৫)। ঈদের পর মা মিতা বেগমের সঙ্গে তারা বেড়াতে এসেছিল নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে প্রথমে ছোট ভাই তালহা পানিতে ডুবে যায়। ভাইকে বাঁচাতে গিয়ে বড় বোন তানহাও পানিতে নেমে তলিয়ে যায়। এক প্রতিবেশী নারী পুকুরে তাদের নামতে দেখলেও কিছুক্ষণ পর সাড়া না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে তাদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা আজাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল সালথা উপজেলায় হলেও বোয়ালমারী হাসপাতালে আনায় মরদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে বোয়ালমারী থানা পুলিশ। পরে বিষয়টি সালথা থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
জহির হোসেন/আরএআর