ফরিদপুরে আ.লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার
ফরিদপুরে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা ও নগরকান্দা উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ জুন) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আলফাডাঙ্গা সদরের দরুনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা সোহরাব হোসেন মোল্লাকে (৫৪)। তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎবিষয়ক সম্পাদক। বিস্ফোরক দ্রব্য আইনে চলতি বছরের ১ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল। আজ (১৩ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হানিফ রানা (৪৬)। বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নগরকান্দা থানা পুলিশ।
বিজ্ঞাপন
জহির হোসেন/আরকে