বান্দরবানের আলিকদম উপজেলার বেড়াতে আসা নিখোঁজ পর্যটকদের মধ্যে স্মৃতি আক্তার (২৩) নামে এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টা নাগাদ মাতামুহুরি নদী সংলগ্ন আমতলী ঘাট এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে আলীকদম থানায় খবর দিলে পুলিশ গিয়ে নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী, তার নাম স্মৃতি আক্তার। তিনি ময়মনসিং জেলার নানদাইল উপজেলার ভাটি গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টা নাগাদ স্থানীয়রা আমতলী ঘাট এলাকায় একটি নারীর মরদেহ পড়ে আছে এমন তথ্য জানালে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা গেছে।তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলীকদম বেড়াতে আশা ৩৩ জন পর্যটকের গ্রুপের নিখোঁজ তিন সদস্যের একজন। গতকাল থেকে আজ পর্যন্ত ২ জনের মরদেহ আমরা উদ্ধার করেছি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে আলীকদম উপজেলায় ৩৩ জনের একটি পর্যটকের টিম ক্রিস্টং পাহাড়ের উদ্দেশ্যে বেড়াতে আসে। ক্রিস্টং পাহাড় ও আশপাশের এলাকা ঘুরে শামুক ঝরনার ঝিরি পার হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টির কবলে পড়েন তারা। 

প্রবল পানির স্রোতে তিন পর্যটক ভেসে নিখোঁজ হন। নিখোঁজ হওয়া তিন পর্যটকের মধ্যে গতকাল শেখ জুবাইরুল ইসলাম নামে একজন পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশ এবং আজ স্মৃতি আক্তার নামে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হলো। তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার হলেও আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছে।

শহীদুল ইসলাম/আরকে