নান্দাইলে আধিপত্যের দ্বন্দ্বে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫
ময়মনসিংহের নান্দাইলে দুই পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর সিএনজি ও বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পূর্ববিরোধের জেরে একজন অটোরিকশা চালককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
খবর পেয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল, দিবাকালীন টহলে থাকা ফোর্স ও সেনাবাহিনীর সার্জেন্ট জাহিদের নেতৃত্বাধীন টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বতর্মানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, কানারামপুর বাসস্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন নিয়ে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর অনুমোদিত কমিটিকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। মূলত আজকের সংর্ঘষ ওই বিরোধেরই অংশ বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, এর আগে, গত ঈদুল ফিতরের সময় একই বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ৯ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। বতর্মানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে