সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পটল ক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার কলারোয়ার চান্দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাতটি ১০ ফুট লম্বা গাঁজার গাছ জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম অশোক কুমার পরমানিক (৪৯)। তিনি মৃত কানাই পরমানিকের ছেলে এবং পেশায় একজন নরসুন্দর।

থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, অশোক কুমার নিজের বাড়ির উঠানের পাশে পটল ক্ষেতে গাঁজার গাছগুলো চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর অশোক দাবি করে বলেন, দুই মাস আগে কাকড় গাছ লাগানোর সময় ওই গাছগুলো উঠেছিল। প্রথমে তুলার গাছ ভেবেছিলাম, পরে বুঝেছি এটা গাঁজার গাছ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, প্রতিটি গাছের উচ্চতা প্রায় ১০ ফুট। গাছগুলোর আনুমানিক কাঁচা ওজন ১৬ কেজি। সেগুলো শুকিয়ে গাঁজা বানালে বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা হতে পারে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ ধারায় মামলা করে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএ/এমএসএ