বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের মধ্যে থেকে বিএনপিকে বের করে আনতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এজন্য আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে শহরের নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেনশন সেন্টারে সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের সঙ্গে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘ সময় শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন। অনেক নেতাকর্মী গুম হয়েছে, অনেকের নামে হামলা, মামলা হয়েছে। সারা দেশের লাখ লাখ নেতাকর্মীরা জেল খেটেছেন। শেখ হাসিনার পতন হলে গত ৫ আগস্টের পর দেশে এক নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও আমরা কিছু সমস্যায় পরেছি। ড. ইউনূস ক্ষমতায় এলেন, তিনি ক্ষমতায় আসার পর আমরা খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম। নির্বাচন কবে হবে এটা নিয়ে তিনি মন্তব্য করছিলেন না।। নির্বাচন নিয়ে একটা সংশয় দেখা দিল।

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন শেখ হাসিনা আমাদের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। আমাদের ভোট দিতে দেইনি। আমাদের নেতা তারেক রহমান বললেন দেশে নির্বাচন হতে হবে। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক হয় লন্ডনে। সেই বৈঠক শেষে জানা যায় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। তবে যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে আমাদের সংশয় কাটছে না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচন দিতেই হবে।

খৈয়ম বলেন, জামায়াতে ইসলামী ভেতরে ভেতরে খুব তৎপর। তারা আমাদের নামে নানা মিথ্যা কথা রটাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ তাদের দলকে ব্যান্ড করে দিয়েছিল। তখন জামায়াতকে বিএনপি যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে। সেই জামায়াতে ইসলামী সুযোগ বুঝে এখন বিএনপির পিছনে লেগেছে। আমরা যখন বলছি নির্বাচন দিতে হবে তখন জামায়াত বলেছে সব সংস্কারের পর নির্বাচন। ঢাকায় কিছু ছেলেপেলে আছে তাদের সঙ্গে সুর মিলিয়ে জামায়াত বলে নির্বাচন এখন দরকার নেই।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস প্রমুখ।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএন