ফাইল ফটো

নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে ঘেরের পানিতে ডুবে আফিয়া ফকির ও মরিয়া আক্তার (মীম) নামে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে ফুফু-ভাতিজি। বুধবার (১৮ জুন) বিকেলে বৃষ্টিতে ভিজে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া ফকির (৯) সাহিদ ফকিরের মেয়ে এবং মরিয়া আক্তার (১১) একই গ্রামের আলামিন ফকিরের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী কুবাদ বিশ্বাসের মাছের ঘেরে প্রতিদিন গোসল করত তারা। প্রতিদিনের মতো আজও বিকেলে বৃষ্টির সময় ঘেরে গোসল করতে যায় আফিয়া ও মিরিয়া। তবে অনেকক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের পানিতে নেমে খোঁজ করতে গিয়ে দুজনকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে সাড়ে ৫টার দিকে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। মারিয়ারও ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে।

বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই আজও তারা গোসল করতে গিয়েছিল। কিন্তু বৃষ্টির সময় তারা আর ফিরে আসেনি।ঘেরের পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়েছে। 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএএস