মানিকগঞ্জে পুকুরের পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সংগ্রাম খান (২৫) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বিএ (ডিগ্রি) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জমদোয়ারা গ্রামে নিজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। নিহত সংগ্রাম ওই গ্রামের শাহনুর খানের একমাত্র ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংগ্রাম খান শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ দুপুরের দিকে মামা বারেক খানের সঙ্গে পুকুরে গোসল করতে যান তিনি। তবে গোসল শেষে মামা বাড়িতে ফিরে এলেও ভাগ্নে সংগ্রাম আর ফেরেনি। পরে আত্মীয়স্বজনরা পুকুরপাড়ে সংগ্রামের জুতা দেখতে পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাম্মী আক্তার বলেন, রোগীকে হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক পরীক্ষা করি। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, আমরা শুনেছি, নিহত সংগ্রাম অসুস্থ ছিলেন। নিজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
সোহেল হোসেন / এমএসএ