সিলেটের জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় শাহাব উদ্দিন সাবু (৪৮) নামের এক ব্যাটারিচালিত টমটমচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিসসংলগ্ন হানিফগ্রাম এলাকায় (সিলেট-জকিগঞ্জ সড়ক) এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন সাবু জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা (লাড়িগ্রাম) এলাকার বাসিন্দা। তিনি মৃত শফিকুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে একই উপজেলার কাজলসার ইউনিয়নের কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীরা মাইক্রোবাসযোগে ফিরছিলেন। পথে হানিফগ্রাম দারুল ফয়েজ মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান টমটমচালক সাবু।

ধাক্কা লাগার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে বর-কনেসহ সাতজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বরযাত্রার গাড়ির ধাক্কায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ আহমদ রনি/এমএসএ