‘ঐক্যবদ্ধ হয়ে নারীদের অধিকার আদায় করতে হবে’
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল, তারা কোনোভাবেই বিএনপি বা এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না। একইসঙ্গে তিনি নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরে নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বুধবার (১৮ জুন) বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পুরুষ যেমন কথা বলতে পারে, তেমনি নারীও কথা বলতে পারবে। পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীরও সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীরা রাজনীতিতে অংশ না নিলে দেশের অগ্রগতি থেমে যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, বিগত দিনে পুরুষদের পাশাপাশি নারীরাও আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। নিজেদের অধিকার আদায়ে নারীদের এখন আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি নারী সমাজের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
যশোর সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন প্রমুখ।
রেজওয়ান বাপ্পী/এমএসএ