জলাবদ্ধতার নিরসনে কেসিসির ৩টি মোবাইল টিম গঠন
খুলনা মহানগরীর জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নগরীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তিনি এ নির্দেশনা দেন।
বুধবার (১৮ জুন) বিকেলে প্রশাসকের নির্দেশনার আলোকে কেসিসির পুরকৌশল ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক সভা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান।
বিজ্ঞাপন
সভায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ১ থেকে ১৫নং ওয়ার্ড এলাকার জন্য সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খানকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট ২২, ২৩ ও ২৯নং ওয়ার্ড এলাকার জন্য উপ-সহকারী প্রকৌশলী অমিত কান্তি ঘোষকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট এবং ২৭, ২৮, ৩০ ও ৩১নং ওয়ার্ড এলাকার জন্য উপ-সহকারী প্রকৌশলী শেখ নজরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট ৩টি মোবাইল টিম গঠন করা হয়। এছাড়া টিমের মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম এবং কনজারভেন্সি অফিসার মো. ওয়াহিদুজ্জামান খান।
সভায় নিজ নিজ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার স্থানে জনবল ও যন্ত্রপাতিসহ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টিমের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া টিমের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজ নিজ এলাকার জলাবদ্ধতার কারণ ও প্রতিকারের প্রস্তাব লিপিবদ্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে। ড্রেনের চলমান উন্নয়ন কাজ শেষ হওয়ার পর পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা আছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কনজারভেন্সি সুপারভাইজারের মতামত গ্রহণের পাশাপাশি নির্মাণাধীন প্রতিটি স্লুইসগেটে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সভায় প্রধান প্রকৌশলী জলাবদ্ধতার বিষয়ে কেসিসিকে তথ্য প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরতদের সার্বিক সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
এআইএস