আ.লীগের সাবেক এমপি ধনু ৫ দিনের রিমান্ডে
ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আসামিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক আসামির পক্ষে-বিপক্ষে রিমান্ড ও জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী ঢাকা পোস্টকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, বিগত ৫ আগস্টের পর শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যার ঘটনায় একাধিক মামলা করে। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের দায়ের করা একটি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য (এসপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। আজ একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের দায়ের করা মামলায় বিজ্ঞ আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এ সময় বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়ে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলায় রিমান্ড আদেশের পক্ষে শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সাদ উদ্দিন প্রিন্সসহ প্রায় দুই ডজন আইনজীবী। এ সময় আসামিপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক, টিএইচ খান তাপস, আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন আইনজীবী।
এর গত ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করা হয়।
আমান উল্লাহ আকন্দ/আরএআর