রংপুরে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪
রংপুর বিভাগের ঠাকুরগাঁও, নীলফামারী ও কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ১১৪ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৭ জন রোগী। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১৬-তে পৌঁছেছে।
মঙ্গলবার (৮ জুন) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগে বর্তমানে ১৯ হাজার ৫৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৬ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার (৭ জুন) বিভাগের ৮ জেলার ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ১১৪ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে ১ লাখ ৩৬ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুরে ৪৭, ঠাকুরগাঁওয়ে ২২, রংপুরে ১৭, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ৯, গাইবান্ধায় ৬ এবং নীলফামারী জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ঠাকুরগাঁও, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার করোনাভাইরাস আক্রান্ত ১ জন করে রোগীর মৃত্যু হয়।
ডা. আহাদ আলী ঢাকা পোস্টকে জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর জেলায় করোনায় ৬ হাজার ৬৮ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৫২ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ১২২ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০১ জনের। ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৭৮০ জন আক্রান্ত ও ৪৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭৮৮ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া নীলফামারী জেলায় ১ হাজার ৫৯৬ জন অক্রান্ত ও ৩৭ জন, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৬৭ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১২৫ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৮৪৪ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার বেড়েছে। রংপুর বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু দিনাজপুর জেলায়। সম্প্রতি সারাদেশের মধ্যে ৩১ জেলাকে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ জেলা হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে রংপুর ও নীলফামারী জেলা রয়েছে। যার মধ্যে রংপুরের অবস্থান ২৭ নম্বরে।
রংপুর বিভাগে স্বাস্থ্যবিধি অমান্য করে বেপরোয়া চলাফেরায় বেড়েই চলছে করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে এখন প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যর্থতায় দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে রংপুর বিভাগ।
ফরহাদুজ্জামান ফারুক/এনএ