খানাখন্দে ভরা একমাত্র কাঁচা রাস্তাটি, সীমাহীন দুর্ভোগে দুই গ্রামের মানুষ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে চলাচলের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই কাঁচা রাস্তাটি ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত, যা বর্তমানে খানাখন্দে ভরা। বর্ষার সময় কাদা-পানিতে রাস্তাটি এতটাই নাজুক হয়ে পড়ে, স্বাভাবিকভাবে হাঁটাচলাও কঠিন হয়ে ওঠে।
এই রাস্তাটিই একমাত্র ভরসা বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীর। এর পাশাপাশি বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিত্রতেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাটিকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই দুর্ভোগ পেরিয়ে স্কুলে যাওয়া-আসা করে।
বিজ্ঞাপন
বেংনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বহু বছর ধরে এই রাস্তাটি অব্যবহৃত থেকে গেছে উন্নয়ন কর্মকাণ্ড থেকে। শিক্ষার্থীরা প্রতিদিন কাদা-পানিতে ভিজে স্কুলে আসে, অনেকে পড়ে গিয়ে আহত হয়, আবার অনেক সময় স্কুলে পৌঁছানোই সম্ভব হয় না।
একই চিত্র উঠে এসেছে প্রাথমিক বিদ্যালয়গুলোর দিক থেকেও। বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, শিশু শিক্ষার্থীরা প্রতিদিন যে ধরনের ঝুঁকির মধ্য দিয়ে যাতায়াত করে, তা এক কথায় উদ্বেগজনক। দুর্ভোগের কারণে স্বাভাবিক পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শুধু শিক্ষকরা নয়, শিক্ষার্থীরাও নিজের কষ্টের কথা জানান। নবম শ্রেণির শিক্ষার্থী লাদেন বলেন, রাস্তার কারণে অনেক সময় বৃষ্টির দিনে স্কুলেই যেতে পারি না। এমন অবস্থা খুবই হতাশাজনক।
এলাকাবাসীও বহুবার এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয় শামীম রেজা বলেন, সরকারি স্কুল, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রায় ১২ হাজার মানুষ এই রাস্তায় নির্ভরশীল। কিন্তু বারবার আবেদন করার পরও কোনো কাজ হয়নি। আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান হোক।
রায়গঞ্জ উপজেলার নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে নজরে এসেছে। পরবর্তী ধাপে রাস্তাটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মো. নাজমুল হাসান/এএমকে