অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বিএনপির সভাপতিকে অব্যাহতি, যুবদল নেতা বহিষ্কার
খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দীন মোল্লা বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২২ জুন) রাতে গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে অব্যাহতি ও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দীন মোল্লাকে (বুলবুল) দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সুপারিশের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রোববার রাতে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে যুবদলের সুপারিশে ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শুক্রবার (২০ জুন) রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে অস্ত্রসহ নগরীর ৩০নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ ৪ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
মোহাম্মদ মিলন/আরকে