ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ঝিনাইদহ সদরের হামোদহ বিলে চাঞ্চল্যকর ভ্যানচালক রবিউল ইসলাম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাজেদুল ওরফে মাজু, গোলাম রসুল, আজিজুল ও জাহিদুল।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যানচালক রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন। এরপর অনেক খোঁজাখুঁজির পরে একই বছরের ৪ এপ্রিল হামোদহ বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাত এক ব্যক্তি নিহতের ভাইকে মোবাইলে জানায় যে তার ভাইকে যারা ডেকে নিয়ে গিয়েছিল তারা তাকে হত্যার পরে হামোদহ বিলের মাটিতে পুঁতে রেখেছে। পরে নিহতের স্বজনরা পুলিশকে জানালে পুলিশ বিলের ঘাট থেকে মাটি খুঁড়ে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ওই ঘটনায় মরদেহ উত্তোলনের দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। আসামিপক্ষের আইনজীবী সর্দার মিল্টন হোসেন ঢাকা পোস্টকে বলেন, আদালত যে রায় দিয়েছেন সঠিক বিচার পেতে এই রায়ের বিপরীতে আমরা উচ্চ আদালতে যাব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আকিদুল ইসলাম ঢাকা পোস্টকে, মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকিদের খালাশ প্রদান করেন। আদালতের রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।
আব্দুল্লাহ আল মামুন/এমএএস