রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া আক্তার ওরফে বুলু (২৬) নামের এক যৌনকর্মীর নিজ কক্ষের ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে দৌলতদিয়া পূর্ব পাড়ার যৌনপল্লীর বাড়িওয়ালা শিরিন-সরোর বাগির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তানিয়া আক্তার ওরফে বুলু বাড়ি বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার রায়পুর গ্রামে।

যৌনপল্লীর যৌনকর্মীরা জানান, তানিয়ার সাথে তাদের আজ সকাল ৭টার দিকে কথা হয়েছে। পরে সারাদিন তারা তানিয়াকে দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। পরে তানিয়া যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসেও তানিয়াকে খোঁজাখুঁজি করে। পরে না পেয়ে এক পর্যায়ে তানিয়ার ঘরে খোঁজাখুঁজি করা হয়। পরে ঘরের মধ্যে থাকা ওয়ারড্রবের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তখন গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 
 
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গলায় মোবাইল চার্জার ক্যাবলের তার পেঁচানো অবস্থায় তানিয়া নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএএস