রামেকে ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসাধীন ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কবির হোসেন (৩৭) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে।
বুধবার (২৫ জুন) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার (২৫ জুন) ভোর ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। একজন শিশু রয়েছে। এছাড়া ২৭ বছর বয়সী ফেরদৌসী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।
সূত্রটি আরও জানায়, ভর্তি হওয়া রোগীরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (২৪ জুন) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছে দোলন (১৮), তার দুই দিন আগে ২২ জুন ১৪ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পাভেল খান (৪৪), গত ২০ জুন ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তহামিনা (৪২), গত ২৩ জুন ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মারফুন (৬০)। এছাড়া একই দিনে ভর্তি হওয়া ২৭ বছর বয়সী ফেরদৌসী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই সাখাওয়াত হোসেন বলেন, গত ২০ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবিরকে। হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ জুন) রাত তিনটার দিকে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, তার ভাই কবির এলাকায় কৃষি কাজ করতেন। জ্বরে আক্রান্ত হওয়ার আগে তার অন্য কোন জেলায় যাওয়ার রেকর্ড নেয়। ধারণা করা যাচ্ছে এলাকায় সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। গতকাল স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শাহিনুল আশিক/আরকে