বিবাহযোগ্য মেয়ের জন্য পাত্র ও পাত্রের বাড়ি-ঘর দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৫৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ওমর ফারুক।  

নিহত দেলোয়ার হোসেন উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলী রাজা হাজী বাড়ির (গাইনের বাড়ি) মরহুম আব্দুল লতিফের ছেলে। তিনি ২ কন্যা সন্তানের জনক। 

জানা গেছে, প্রবাসজীবন শেষে গত কয়েক বছর পূর্বে দেশে এসে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা দেলোয়ার হোসেন তার বিবাহযোগ্য বড় মেয়ের জন্য বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় পাত্রের বাড়ি-ঘর দেখতে যান। ভাগনে সোহেল হোসেনের মোটর সাইকেলযোগে বিকেলে বাড়ি ফেরার পথে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটকানো সম্ভব হয়নি। আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনোয়ারুল হক/এমএএস