ঢাকার ধামরাইয়ে চলন্ত প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। সে সময় প্রাইভেট কার চালকসহ দুইজন আহত হয়েছেন। 

বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজি পাম্পের পাশে  এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের সদস্যরা । 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে প্রাইভেট কারটি মানিকগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ডের পাল সিএনজি পাম্পের সামনে এসে পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। পরে প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। এ সময় প্রাইভেট কারের চালকসহ দুইজন আহত হয়েছেন। পথচারীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টা ২০ মিনিটে খবর আসে ঢাকা-আরিচা মহাসড়কে জয়পুরা এলাকার পাল সিএনজি পাম্পের সামনে একটি প্রাইভেট কারে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই প্রাইভেট কারটি পুড়ে গেছে। মূলত প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ওই প্রাইভেট কারটিতে আগুন ধরে যায় বলে জানান তিনি। 

সাভার হাইওয়ে থানা ইনচার্জ সালেহ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

লোটন আচার্য্য/আরএআর