গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

শুক্রবার (২৭ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) এবং সাতখামাইর এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদিন (৬০) এবং অজ্ঞাত বৃদ্ধা (৬০)। তাদের মধ্যে জয়নাল আবেদিন পেশায় সাইকেল মেকানিক।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান বলেন, দুটি ঘটনাই পৃথক সময়ে এবং পৃথক স্থানের। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) গ্রামে ট্রেনে কাটা পড়ে জয়নাল আবেদিন এবং সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

শিহাব খান/এমএন