গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে কুস্তি খেলা।

শনিবার (২৮ জুন) নেত্রকোণা জেলা সদরের কাইলাটি ইউনিয়নের পেড়ারগাতী বটতলা গ্রামে দীর্ঘদিন পর কুস্তিখেলার আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর গ্রাম বাংলার মানুষের প্রিয় খেলার খবর পেয়ে আশপাশ ও জেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ ছুটে আসেন খেলা দেখতে।

কাইলাটি ইউনিয়নের পেড়ারগাতি, বটতলা ও সিধলাউরসহ কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই আয়োজন করেন। গত কয়েকদিন ধরে জেলা সদরসহ বেশ কিছু ইউনিয়নে তারা মাইকিংও করেন। ফলে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা।

হারিয়ে যাওয়া কুস্তিখেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং মাদকমুক্ত সুস্থ একটা প্রজন্ম গড়ে তুলতে আবারও গ্রামে শুরু করেছেন এমন খেলার। এই খেলায় যেমন শক্তি সাহস লাগে তেমনি বুদ্ধিরও প্রয়োজন হয়। তাই নতুন প্রজন্মকে সুস্থ রাখার জন্য ইউনিয়ন পর্যায়ে এ খেলার আয়োজন করার তাগিদ দিচ্ছেন আগত দর্শকরা।

মসজিদ মিয়া নামে এক কুস্তিগীর বলেন, এখন তো কুস্তি খেলা হয় না বললেই চলে। এখানে এই খেলা হচ্ছে শুনে আমি এসে অংশগ্রহণ করেছি এবং আমি বিজয়ী হয়েছি। অনেকদিন পর এখানে কুস্তি খেলে খুব আনন্দ লাগছে। এই খেলাটা যেন আরও আয়োজন হয় আমরা এই কামনা করি।

আয়োজক আব্দুল আজিজ বলেন, আমরা মূলত আমাদের ঐতিহ্যবাহী কুস্তি খেলার আয়োজন করেছি। এটা অনেকদিন যাবৎ আমাদের এখানে উদযাপন করা হয় না। আমরা অনেকদিন পর এটি উদযাপন করছি। আমাদের বর্তমান সময়ের যুব সমাজ যারা আছে, তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। তাদের যদি খেলার প্রতি আকর্ষণ থাকে তাহলে তারা নেশা থেকে সরে আসবে বলে আমরা মনে করি। এই খেলাটা যদি আরও আয়োজন করা হয় তাহলে ঐতিহ্যবাহী খেলা নিয়ে ব্যস্ত থাকলে সুস্থ থাকবে এবং নেশা থেকে দূরে থাকবে এজন্য আমরা কাইলাটি ইউনিয়নের লোকজন এ কুস্তি খেলার আয়োজন করেছে।

কুস্তি খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন বিজয়ী হয়েছেন উলুয়াটি গ্রামের শাহ আলম এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে খাসি পেয়েছেন রবি মিয়া ও আলম মিয়া।

চয়ন দেবনাথ মুন্না/আরকে