জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে ঝালকাঠিতে মোমবাতি প্রজ্বলন
জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ফায়ার সার্ভিস মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি শাখা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
২০২৪ সালের জুলাই-আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রক্তাক্ত আন্দোলনের বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীরা দাবি করেন, সেদিনকার গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘গণশক্তির জাগরণে’ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এর মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলের অবসান ঘটে।
বিজ্ঞাপন
মোমবাতি প্রজ্বলনের আগে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য দেন এনসিপি ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রদল নেতা ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রাইয়ান শাইয়ানসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ছাত্র-জনতার এই নবজাগরণ দেশকে দিয়েছে এক নবযুগের সূচনা । সেই ঐতিহাসিক মুহূর্তের এক বছর পূর্তিতে আমাদের প্রত্যয়—১৬ বছরের দুঃশাসনের বিচার, জুলাই গণহত্যার বিচার ও গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করা।
মো. শাহীন আলম/এএমকে