নেত্রকোণায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার মানিকপুর ও রংছাতি গ্রামে ওই দুই শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলো—কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মো. মুমিন (৩) ও রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ১৫ মাস বয়সী ছেলে মুবাশ্বির।
বিজ্ঞাপন
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মানিকপুর গ্রামে নিজ বাড়ির উঠানে বিকেলে খেলা করছিল শিশু মুমিন। এ সময় তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অপরদিকে, রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে মুবাশ্বির নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুটি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে পারত। বাড়ির আঙিনায় মুবাশ্বিরকে রেখে তার মা আছরের নামাজ পড়তে যান। এক ফাঁকে হামাগুড়ি দিয়ে পূর্বপাশে পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর মুবাশ্বিরকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তারই মামাতো ভাই শামীম। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে মুবাশ্বিরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মুমিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর মুবাশ্বিরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চয়ন দেবনাথ মুন্না/এএমকে