শৈলকূপায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের হাতে মামা খুন
ঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের হাতে মামা আকমল খাঁ ওরফে আকুকে খুন হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আকমল খাঁ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কেয়া গ্রামের মৃত ইয়াসিন খাঁর ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ইনসান জোয়াদ্দার জানান, দীর্ঘদিন ধরে আকমল খাঁর সঙ্গে ভাগনে ইউনুস আলীর মায়ের পাওয়ানা জমি নিয়ে বিরোধ চলছিল। বোনের পাওয়া জমি দিতে টালবাহানা করে আসছিল আকমল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আকমল খুলুমবাড়ি বাজারে এলে ভাগনে ইউনুসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মামা আকমলের গলায় গামছা পেঁচিয়ে টানা হেঁচড়া করে ভাগিনা ইউনুস। টানাটিনের একপর্যায়ে মারা যান বৃদ্ধ আকমল।
প্রত্যক্ষদর্শী ইমন হাসানসহ বাজারের অনেকেই জানান, বৃদ্ধ মানুষের গলায় গামছা প্যাঁচানোর কারণে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
আব্দুল্লাহ আল মামুন/এমএন