রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে বদরগঞ্জ উপজেলার পাকার মাথা রেলসেতুর পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।।

মারা যাওয়া দুই শিশু হলো- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)।

তারা বদরগঞ্জের জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। ঘটনার আগ মুহূর্তে মাদ্রাসা থেকে পালিয়ে নদীতে গোসল করতে যায় ওই দুই শিশু শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পাকার মাথা রেলসেতুর পশ্চিম প্রান্তে যমুনেশ্বরী নদীতে দুপুরে তিন শিশু একসঙ্গে গোসলে নামে। এর মধ্যে দুই শিশু পানিতে ডুবে যায়। হোসাইন নামে অপর এক শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে মেহেদী হাসান সিয়ামকে উদ্ধার করেন। পরে আরেক শিশুর সন্ধান না পাওয়ায় বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেলে অপর শিশু আলিফ হোসেনের লাশ উদ্ধার করে। তারা তিনজন একই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। 

মাদ্রাসাটির শিক্ষক আসাদুল হক বলেন, রোববার আশুরার ছুটির কারণে মাদ্রাসার আবাসিক শাখায় দিনে পাঠদান বন্ধ ছিল। এ কারণে সকাল ১০টার দিকে মাদ্রাসায় অধ্যয়নরত বড় শিক্ষার্থীদের বাইরে ফুটবল খেলার অনুমতি দিয়ে ছোট শিক্ষার্থীদের মাদ্রাসার ভেতরে রাখা হয়েছিল। ছোট ওই তিন শিশু শিক্ষার্থী মাদ্রাসার পেছনের প্রাচীর টপকিয়ে বাইরে চলে যায়।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে লাশ পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়। হোসাইন নামে আরেক শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফরহাদুজ্জামান ফারুক/এমএ