মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে করা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রোববার (৬ জুলাই ) মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূঁইয়া গত বছর ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরা এবং ঢাকায় একটি  মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। কিন্তু রাতের কোনো এক সময় তিনি গোপনে বাড়িতে ফিরলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী রোববার রাতে ঢাকা পোস্টকে  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরায় নাশকতার মামলার আসামি  বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তাছিন জামান/এমএসএ