বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে হলে সুষ্ঠু নির্বাচনই একমাত্র উপায়। গণতন্ত্র ফিরে এলে মানুষের শান্তি, নৈতিক সেবা, সামাজিক নিরাপত্তা ও শিক্ষাসহ সব ক্ষেত্রেই গতি ফিরে আসবে।

‎সোমবার (৭ জুলাই) সকালে ঝালকাঠিতে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের জায়গা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, ‎নির্বাচন ও নির্বাচনী পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকতেই পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। আমি আশা করি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের জন্য এটি নতুন, এটি এ দেশের জন্য উপযোগী নয়। তবে রাজনৈতিক দলগুলো ভিন্নমত পোষণ করতেই পারে—এটাও গণতান্ত্রিক অধিকার।

‎স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখতে এদিন সকালে তিনি ঝালকাঠি পৌরসভার রামনগর এলাকার কৃত্তিপাশা মোড়ে ইনস্টিটিউটের জন্য প্রস্তাবিত জায়গা সরেজমিন পরিদর্শন করেন। তার দীর্ঘ প্রচেষ্টায়ই স্থায়ী ক্যাম্পাসের এই প্রকল্প বাস্তবায়নের পথে।

‎পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নিযুক্ত একটি কনসালটেশন ফার্মের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা জাতীয় প্রশাসন উন্নয়ন একাডেমির (এনএপিপি) সঙ্গে যৌথভাবে সমন্বয় করে এই প্রকল্পে কাজ করছে। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রমিজ হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

‎জানা যায়, ঝালকাঠিতে ১৯৯৮ সালে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট যাত্রা শুরু করে। বর্তমানে শহরের কলেজ মোড় এলাকায় একটি ভাড়া ভবনে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে আসছে। এখানে অষ্টম শ্রেণি পাস করার পর নবম শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসি ও পরবর্তীতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান শিক্ষার্থীরা।

‎বর্তমানে চারটি ট্রেড চালু রয়েছে—অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস, ডাইং‑প্রিন্টিং‑ফিনিশিং, নিটিং এবং উইভিং। প্রতিটি ট্রেডে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি হন। ডিপ্লোমা শেষ করে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পান। এ ছাড়া সরকারি-বেসরকারি পর্যায়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ইন্সট্রাক্টর ও টেইলার মাস্টার হিসেবে চাকরির সুযোগ রয়েছে। ‎দেশে বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে রয়েছে ৪৪টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ১৫টি ডিপ্লোমা ইনস্টিটিউট ও ১১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

‎মো. শাহীন আলম/এএমকে