সাভারে সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়ায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামলাসী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাজফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুর করিম ও অফিস সহকারী আকাশ।

আহত আকাশ জানান, আমরা আজকে সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দিতে যাই। এসময় দখলদাররা আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমিসহ আরও দুইজন আহত হয়েছি। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এনাম মেডিকলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল ঢাকা পোস্টকে বলেন, আহতদের মধ্যে জাহাঙ্গীর আলমের শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ঢাকা পোস্টকে বলেন, সাভারের রাজফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন শ্যামলাসী কলাতিয়া এলাকায় সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দিতে যায় সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুর করিম ও অফিস সহকারী আকাশ। এসময় দখলদাররা তাদের ওপর অর্তকিত হামলা চালায়। পরে আমাকে জানালে আমি থানায় অবগত করি। এ ঘটনায় আমরা থানায় মামলা করবো বলে জানান তিনি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এমএএস